শংকাহীন ভাবেই সকলকে সাথে নিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে চাই-পুলিশ সুপার

  বিশেষ প্রতিনিধি    09-09-2022    112
শংকাহীন ভাবেই সকলকে সাথে নিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে চাই-পুলিশ সুপার

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) বলেছেন- শংকাহীন ভাবেই সকলকে সাথে নিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে চাই। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব হচ্ছে বাঙালীর ঐতিহ্যের একটি অংশ৷ সেই ঐতিহ্যকে কোন সাম্প্রতিক অপশক্তির হাতে বিনষ্ট হতে দিব না। এজন্য জেলা পুলিশের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের উদ্যােগে সার্বিক নিরাপত্তা ও অাইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন -জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিত দাশ, সভাপতি উজ্জ্বল কর, সাধারন সম্পাদক বেন্টু দাশ, সহ-সভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, কক্সবাজার পৌর সাধারণ সম্পাদক জনি ধর, রামু উপজেলা সাধারণ সম্পাদক সদ্বিপ শর্মা, চকরিয়া উপজেলা সভাপতি তপন দাশ, উখিয়া উপজেলা সভাপতি স্বপন শর্মা রনি, টেকনাফ উপজেলা সভাপতি শিবুপদ ভট্টাচার্য, ঈদগাহ উপজেলা সভাপতি মৃনাল অার্চায্য, পেকুয়া উপজেলা সভাপতি সুমন বিশ্বাস, সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ, মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রণব কান্তি দে প্রমুখ। সভায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর