সাগরে তলিয়ে যাওয়ার সময় পর্যটক উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    25-04-2023    46
সাগরে তলিয়ে যাওয়ার সময় পর্যটক উদ্ধার

ঈদের ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে লাখো পর্যটক ভ্রমণে এসেছে। এখানে এসেই পর্যটকেরা সমুদ্র স্নানে মেতে উঠেছে। নির্দেশনা না মেনে সাগরে নামতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় পতিত হচ্ছে।

মঙ্গলবার বিকালে সাগরে তলিয়ে যাওয়ার সময় ইমরান নামের এক পর্যটককে উদ্ধার করা হয়েছে। সী-সেইফ লাইফ গার্ডের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাঁকে উদ্ধার করে। উদ্ধার হওয়া পর্যটক গাজীপুর কালিয়াকৈর আমদাইলের রাইক উদ্দিনের পুত্র।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, উদ্ধার হওয়া পর্যটক বর্তমানে সুস্থ আছেন। বর্তমানে সাগর উত্তাল রয়েছে। তাই সমুদ্রে নামার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করুন।

Add

পর্যটন-এর আরও খবর