পোকখালীতে রুবেলের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন

  বিশেষ প্রতিনিধি    07-05-2023    91
পোকখালীতে রুবেলের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন

ঈদগাঁও উপজেলার পোকখালীতে আজিজুল হক রুবেলকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে) বিকাল ৩টায় স্থানীয় মুসলিম বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান হাবিব,শাহাব উদ্দিন,সালা উদ্দিন কাদের, মোসলেহ উদ্দিন, ইসমাইল,কুতুব উদ্দিন, শাহজাহান, আজিজুল হক রুবেল। প্রতিবাদ সমাবেশে ও মানব বন্ধনে উপস্থিত ছিলেন, মমতাজুল হক,আবদু শুক্কুর,আবদু জব্বার, শফিউল আলম তাজ, রফিকুল ইসলাম,মোঃ শফিউল মোস্তফা,মোর্শদুর রহমান বিপ্লব সহ এলাকার হাজারো নারী ,পুরুষ , শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী , সেবা মূলক কাজের অন্যতম উদ্যোক্তা, স্থানীয় আজিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আজিজুল হক রুবেলকে উপর হত্যার উদ্দেশ্যে বর্বোরুচিত ও নেক্কারজনক হামলার যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত অমানবিক ও হৃদয়বিদারক।

এ ঘটনা যারা সংঘটিত করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যতায় এলাকার সর্বস্তরের জনতা এ অপরাধীদের শায়েস্তা করতে বাধ্য হবে ।এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আজিজুল হক রুবেল। সংবাদ সম্মেলনে আজিজুল হক রুবেল বলেন, ঘটনাটিকে মহলবিশেষ পারিবারিক ঘটনার রূপ দেয়ার চক্রান্ত চালাচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমাকে হত্যা করার উদ্দেশ্যে কুচক্রী মহল এ ঘটনাটি ঘটিয়েছে।

ভাগ্যক্রমে আমি বেঁচে গেছি । মূল হামলাকারীরা মামলাবাজির সাথে জড়িত। তাদের সাথে ষড়যন্ত্রকারীরা মিলে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে। প্রতিবাদকারীদের তারা মামলায় ফাঁসিয়ে দেবে মর্মে হুমকি ধমকি কি দিচ্ছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী।

সারাদেশ-এর আরও খবর