কক্সবাজার রাতে টাকা বিতরণকালে মেয়র প্রার্থীর সমর্থক আটক

  বিশেষ প্রতিনিধি    12-06-2023    109
কক্সবাজার রাতে টাকা বিতরণকালে মেয়র প্রার্থীর সমর্থক আটক

কক্সবাজার পৌর নির্বাচনে রাতে টাকা বিতরণেরকালে মোহাম্মদ ইসমাইল(৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০জুন)রাত ১১টার দিকে কক্সবাজার শহরের রুহুল আমিন স্টেডিয়ামের সামনে থেকে ভোটারদের মাঝে টাকা বিতরণেরকালে তাকে হাতেনাতে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। পরে তাকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

আটক মোহাম্মদ ইসমাইল কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকার বাসিন্দা। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর পক্ষে টাকা বিতরণ কথা স্বীকার করেছেন তিনি। তবে ইসমাইলের দাবী—তিনি ভোট কিনতে নয় কর্মীদের টাকা দিতে এসেছিলেন।

মোহাম্মদ ইসলমাইলের আটক ও জরিমানার তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল নারকেল গাছ প্রতীকের সমর্থকরা ভোটারদের টাকা বিতরণ করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচলনা করে একজনকে আটক করি। তখন ঐ ব্যাক্তির কাছ থেকে ২২৬০টাকা জব্দ করা হয়। কক্সবাজার পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

তবে এই বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাশেদুল হক রাশেদ এর সাথে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি

সারাদেশ-এর আরও খবর