সিসিক নির্বাচন: ৫৫ কেন্দ্রে আনোয়ারুজ্জামান ৩৪৫০৯, নজরুল ১২৬৮০

  বিশেষ প্রতিনিধি    21-06-2023    99
সিসিক নির্বাচন: ৫৫ কেন্দ্রে আনোয়ারুজ্জামান ৩৪৫০৯, নজরুল ১২৬৮০

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৯০ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫৫ কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল হাতে এসেছে।

তাতে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী পেয়েছেন ৩৪ হাজার ৫০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম পেয়েছেন ১২ হাজার ৬৮০ ভোট।

বুধবার (২১ জুন) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে চলে ভোটগ্রহণ।

সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৭২ জন, আর ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮৭ জন প্রার্থী।

সিলেট সিটির মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬০ জন, নারী ভোটার ২ লাখ ৩৩ হাজার ৩৮৭ জন ও হিজড়া ভোটার ৬ জন।

সিলেট সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম, জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হানিফ, মো. ছালাহ উদ্দিন, মো. শাহ্ জামান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

সারাদেশ-এর আরও খবর