নতুন মহাল তাজবিদুল কুরআন মাদরাসার ১ম হাফেজ ফাইয়াজ ইকবাল

  বিশেষ প্রতিনিধি    01-07-2023    137
নতুন মহাল তাজবিদুল কুরআন মাদরাসার ১ম হাফেজ ফাইয়াজ ইকবাল

কক্সবাজার সদরের চৌফলদন্ডি পূর্ব নতুন মহাল তাজবিদুল কুরআন হেফ্জখানা ও এতিমখানা থেকে প্রথম ৩০ পারা কুরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য লাভ করেছে ফাইয়াজ ইকবাল।

তিনি একই এলাকার বদিউল আলমের ছেলে।

শুক্রবার (৩০ জুন) বাদ জুমা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে পাগড়ি পরিয়ে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম।

এছাড়া এলাকার মুরব্বি আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর, আব্দুল বাসিত, মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নূরুচ্ছফা, মাস্টার ফরিদুল আলম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাস্টার সিরাজুল হক, মাওলানা নুরুল হক, যুবনেতা রহমত সালাম, অধ্যাপক আব্দুর রহিম, মাওলানা এমদাদুল হক, হাফেজ মাহমুদুল হাসানসহ মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীরা তাজবিদুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা সৌদিপ্রবাসী জামাল উদ্দিনের অবদানকে বিশেষ ভাবে স্মরণ করেন। তার প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা জানান। শেষে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ডিসেম্বর পূর্ব নতুন মহাল তাজবিদুল কুরআন হেফ্জখানা ও এতিমখানা প্রতিষ্ঠা লাভ করে। মাত্র ৬ মাসের মাথায় এ প্রতিষ্ঠান থেকে কুরআনে হাফেজ হলো। এতে পরিচালনা কমিটি ও শিক্ষকদের যথেষ্ট আন্তরিকতা ছিল বলে এলাকাবাসী মনে করছে।

সারাদেশ-এর আরও খবর