কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন’কে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১০ শে জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত নৌকা প্রতীকের বিরুদ্ধাচারণ করে ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা অংশগ্রহণ করায় সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও স্থানীয় নেতৃবৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন। সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মহেশখালী উপজেলা শাখার যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক ১০ ই জুলাই হতে তাদেরকে নিজ নিজ সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বলেন- ধলঘাটা ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকার প্রার্থীর বিদ্রোহী হয়ে নির্বাচন করায় দুজনকে সাময়িক বহিষ্কার এবং দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য জেলার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়।
মহেশখালীতে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন’কে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১০ শে জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ স্বাক্ষরিত একটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত নৌকা প্রতীকের বিরুদ্ধাচারণ করে ২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা অংশগ্রহণ করায় সুস্পষ্টভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও স্থানীয় নেতৃবৃন্দকে উপেক্ষা করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন। সেই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মহেশখালী উপজেলা শাখার যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক ১০ ই জুলাই হতে তাদেরকে নিজ নিজ সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বলেন- ধলঘাটা ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকার প্রার্থীর বিদ্রোহী হয়ে নির্বাচন করায় দুজনকে সাময়িক বহিষ্কার এবং দল থেকে চূড়ান্ত বহিষ্কারের জন্য জেলার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 7, 2024, 11:56 pm