রামুতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুক্রবার, নেতৃত্বে আসছেন তপন-বক্কর!

  বিশেষ প্রতিনিধি    13-07-2023    106
রামুতে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুক্রবার, নেতৃত্বে আসছেন তপন-বক্কর!

দেড়যুগ পর রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল ১৪ জুলাই, শুক্রবার। বিকাল ৩ টায় অনুষ্ঠিতব্য সম্মেলনকে ঘিরে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামকে সাজানো হচ্ছে রঙিন সাজে। স্টেডিয়ামে নির্মাণ করা হয়েছে সুবিশাল প্যান্ডেল। বহুল কাঙ্ক্ষিত এ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কারা আসছে এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। তবে সভাপতি পদে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বর্তমান সাধারণ সম্পাদক তপন মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এর নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তাই দলটির অধিকাংশ নেতাকর্মীর ধারণা তারাই নতুন নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে।

কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. রহিম উদ্দিন ও সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা জানান, রামু উপজেলা সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক তপন মল্লিক এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক জানান, সম্মেলন সফল করতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা করা হয়েছে। তিনি জানান, সম্মেলনে ৫ হাজার ডেলিগেট ও ৫০১ জন কাউন্সিলর সহ ১০ হাজার স্বেচ্ছাসেবক লীগের মিলনমেলায় পরিণত হবে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। তপন মল্লিক জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বদ্ধপরিকর। সম্মেলনকে ঘিরে সাধারণ কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা জানান দিতে চাই, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্য সাইমুম সরওয়ার কমল এমপি’র বিকল্প নেই। এমপি কমলের নেতৃত্বে আমরা আওয়ামী পরিবারের সকলেই নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ।

রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক জানান, সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করবেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড. মো: জমির উদ্দিন সিকদার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট মশিউর রহমান, জাবেদুল আজম মাসুদ, এডভোকেট মো: সোহেল রানা মনির, জাতীয় পরিষদ সদস্য ডা. জ্যোতির্ময় দাশ।

সম্মেলন উদ্বোধন করবেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো: রহিম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা।

সভাপতিত্ব করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালী, সঞ্চালনা করবেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সাধারণ সম্পাদক তপন মল্লিক ও যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সকল নেতৃবৃন্দকে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলনে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সম্মেলনের অভ্যর্থনা উপ- পরিষদের আহ্বায়ক আজিজুল হক আজিজ মেম্বার, সদস্য সচিব মিজানুর রহমান মিজান।

উল্লেখ্য ২০০৫ সালের ২ ডিসেম্বর এডভোকেট মোজাফফর আহমদ হেলালীকে সভাপতি ও তপন মল্লিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দেয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ।

সারাদেশ-এর আরও খবর