মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসানের চরম ভরাডুবি হয়েছে।
দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে ভোট করেন। মোটর সাইকেল প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫৮৯।
অবস্থান বিবেচনায় কামরুল হাসান তৃতীয়।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মু. কামাল উদ্দিন। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ২,৬৬৪ ভোট।
অন্যদিকে ৩,৬৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আহসান উল্লাহ বাচ্চু।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। এরপর গণনা শেষে ৯ কেন্দ্রের বেসরকারি এই ফলাফল ঘোষণা দেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল।
ফলাফল তথ্য বিবরণী অনুযায়ী, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ (ঘোড়া) ৪০০ ভোট, আহমদ উল্লাহ (টেলিফোন) ১৪ ভোট, নাসিমা বেগম (রজনী গন্ধা) ৭৮ ভোট, মোহাম্মদ ওসমান (আনারস) ৩০ ভোট, মোহাম্মদ মামুন (টেবিল ফ্যান) ১০ ভোট ও মো. নাহিদ রেজা খান (অটোরিক্সা) ১২ ভোট পেয়েছেন।
ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮৯৯। ভোট কেন্দ্র ৯টি। বৈধ ভোটার সংখ্যা ৭ হাজার ৪২৯। প্রদত্ত ভোটার সংখ্যা ৭ হাজার ৫৫৪। ভোট পড়েছে ৭৬ দশমিক ৩১ শতাংশ। বাতিল ভোট ১২৫টি।
চেয়ারম্যান কামরুল হাসানের ভরাডুবি
ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন
মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসানের চরম ভরাডুবি হয়েছে।
দলীয় মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে ভোট করেন। মোটর সাইকেল প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫৮৯।
অবস্থান বিবেচনায় কামরুল হাসান তৃতীয়।
দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মু. কামাল উদ্দিন। চশমা প্রতীকে তিনি পেয়েছেন ২,৬৬৪ ভোট।
অন্যদিকে ৩,৬৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আহসান উল্লাহ বাচ্চু।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। এরপর গণনা শেষে ৯ কেন্দ্রের বেসরকারি এই ফলাফল ঘোষণা দেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল।
ফলাফল তথ্য বিবরণী অনুযায়ী, চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ (ঘোড়া) ৪০০ ভোট, আহমদ উল্লাহ (টেলিফোন) ১৪ ভোট, নাসিমা বেগম (রজনী গন্ধা) ৭৮ ভোট, মোহাম্মদ ওসমান (আনারস) ৩০ ভোট, মোহাম্মদ মামুন (টেবিল ফ্যান) ১০ ভোট ও মো. নাহিদ রেজা খান (অটোরিক্সা) ১২ ভোট পেয়েছেন।
ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮৯৯। ভোট কেন্দ্র ৯টি। বৈধ ভোটার সংখ্যা ৭ হাজার ৪২৯। প্রদত্ত ভোটার সংখ্যা ৭ হাজার ৫৫৪। ভোট পড়েছে ৭৬ দশমিক ৩১ শতাংশ। বাতিল ভোট ১২৫টি।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল
beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 21, 2023, 3:48 pm