ডেঙ্গুতে আজও ২ মৃত্যু, হাসপাতালে নতুন ৩৫৩

  বিশেষ প্রতিনিধি    13-09-2022    110
ডেঙ্গুতে আজও ২ মৃত্যু, হাসপাতালে নতুন ৩৫৩

দেশে থামছেই না এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৫৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৩৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি ১১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ২১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৮৯৫ জন ঢাকার মধ্যে এবং ৩১৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৪৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় সাত হাজার ৫৩৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন এক হাজার ৯১১ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে চিকিৎসা শেষে ৮ হাজার ১৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৬ হাজার ৬২৫ জন ঢাকার এবং বাকি ১ হাজার ৫৭১ জন ঢাকার বাইরের বাসিন্দা। নতুন দুইজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৯ জনে পৌঁছেছে।

সারাদেশ-এর আরও খবর