মালয়েশিয়া প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার ফাঁকে আত্মহত্যা করেছেন জমিলা আক্তার (১৬) নামের এক নববধূ। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজারের ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়নের পালাকাটায় এলাকায় এ ঘটনা ঘটে।
জমিলা আক্তার ঈদগাঁওয়ের জাগিরপাড়া এলাকার শামসুল আলম সওদাগরের মেয়ে।
জমিলার ভাই মনির আহমেদের অভিযোগ, পাঁচ মাস আগে মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় জমিলার। বিয়ের পর স্বামী দেশে অবস্থানকালীন কয়েক মাস সুখে বাস করেছেন তারা। স্বামী বিদেশ চলে গেলে শাশুড়ি ছারা খাতুন ও ননদরা তাকে মানসিক নির্যাতন করতেন। এর জেরে মঙ্গলবার বিকেলে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন তারা।
ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। যে রুমে মরদেহ ঝুলছিল সে রুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও মনির যেহেতু চালের নিচ দিয়ে ঢুকতে পেরেছে তাই- এ মৃত্যুও রহস্যময়।
মোবাইলে নিহতের স্বামী নজরুল জানান, বিকেল ৪টা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত জমিলার সঙ্গে আমার কথা হয়েছে। কথার ফাঁকে মালয়েশিয়ায় মাগরিবের আজান হলে নামাজ পড়ে আবার কল দিতে বলে জমিলা ফোন কেটে দেয়। আমিও ১২-২০ মিনিট পর আবার কল করি। কিন্তু ফোন আর রিসিভ হচ্ছিল না।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় জমিলার মরদেহ উদ্ধার করে সুরতহল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যান। সুত্র: জাগো নিউজ
নামাজের কথা বলে স্বামীর ফোন কেটে দেন ঈদগাঁওর জমিলা, অতঃপর লাশ উদ্ধার
মালয়েশিয়া প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার ফাঁকে আত্মহত্যা করেছেন জমিলা আক্তার (১৬) নামের এক নববধূ। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে কক্সবাজারের ঈদগাঁওর জালালাবাদ ইউনিয়নের পালাকাটায় এলাকায় এ ঘটনা ঘটে।
জমিলা আক্তার ঈদগাঁওয়ের জাগিরপাড়া এলাকার শামসুল আলম সওদাগরের মেয়ে।
জমিলার ভাই মনির আহমেদের অভিযোগ, পাঁচ মাস আগে মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় জমিলার। বিয়ের পর স্বামী দেশে অবস্থানকালীন কয়েক মাস সুখে বাস করেছেন তারা। স্বামী বিদেশ চলে গেলে শাশুড়ি ছারা খাতুন ও ননদরা তাকে মানসিক নির্যাতন করতেন। এর জেরে মঙ্গলবার বিকেলে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছেন তারা।
ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। যে রুমে মরদেহ ঝুলছিল সে রুমের দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও মনির যেহেতু চালের নিচ দিয়ে ঢুকতে পেরেছে তাই- এ মৃত্যুও রহস্যময়।
মোবাইলে নিহতের স্বামী নজরুল জানান, বিকেল ৪টা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত জমিলার সঙ্গে আমার কথা হয়েছে। কথার ফাঁকে মালয়েশিয়ায় মাগরিবের আজান হলে নামাজ পড়ে আবার কল দিতে বলে জমিলা ফোন কেটে দেয়। আমিও ১২-২০ মিনিট পর আবার কল করি। কিন্তু ফোন আর রিসিভ হচ্ছিল না।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় জমিলার মরদেহ উদ্ধার করে সুরতহল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যান। সুত্র: জাগো নিউজ
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল
beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 26, 2023, 3:26 pm