ক্যাম্প থেকে পালিয়ে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসে এনআইডি কার্ড করতে এসে রোহিঙ্গা বাবা-মেয়ে ও এক দালাল আটক হয়েছে। সূত্র জানায়, বুধবার হোসেনপুরের পুমদি ইউপি চেয়ারম্যান আ. কাইয়ুমের স্বাক্ষর নকল করে এলাকার লোক পরিচয় দিয়ে ভুয়া প্রত্যয়নপত্র ও জন্ম নিবন্ধনের কাগজপত্র বানিয়ে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই আবেদনের তথ্য যাচাই করতে গিয়ে ব্যাপক গড়মিল পাওয়ায় সন্দেহ হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় স্থানীয় দালাল মাহমুদুলকে।
এনআইডি করতে এসে রোহিঙ্গা বাবা মেয়ে আটক
ক্যাম্প থেকে পালিয়ে ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিসে এনআইডি কার্ড করতে এসে রোহিঙ্গা বাবা-মেয়ে ও এক দালাল আটক হয়েছে। সূত্র জানায়, বুধবার হোসেনপুরের পুমদি ইউপি চেয়ারম্যান আ. কাইয়ুমের স্বাক্ষর নকল করে এলাকার লোক পরিচয় দিয়ে ভুয়া প্রত্যয়নপত্র ও জন্ম নিবন্ধনের কাগজপত্র বানিয়ে উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন তারা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ওই আবেদনের তথ্য যাচাই করতে গিয়ে ব্যাপক গড়মিল পাওয়ায় সন্দেহ হয়। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় স্থানীয় দালাল মাহমুদুলকে।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 9:14 am