পেকুয়ায় ডিজিটাল স্মার্ট সেবার অগ্রযাত্রা শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল স্বপ্নের পথ ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল বাংলার স্মার্ট রূপকল্প ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এখন থেকে প্রত্যয়ন-সকল সনদ এক ঠিকানায় পাওয়া যাবে।
সোমবার পেকুয়া উপজেলা হল রুমে ডিজিটাল স্মার্ট সেবা ছড়িয়ে দিতে ইউনিয়ন পরিষদ সচিব ও ডিজিটাল সেবা উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন প্রত্যয়ন অপারেশন উইং লিড এ.এম.মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ নাজমুল হাকিম, কো অর্ডিনেটর জিয়া উদ্দিন।
প্রত্যয়ন প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সচিব, উদ্যোক্তাদের প্রত্যয়ন প্রশাসনিক আইডি এক্টিভেট সংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে পেকুয়া উপজেলা স্মার্ট ডিজিটাল সেবার শুভ সূচনা হলো । এখন থেকে prottyon.gov.bd ওয়েবসাইটে লগইন করে ঘরে বসে এসেবা গ্রহণ করতে পারবে সেবা প্রার্থীরা ।
এসময় পেকুয়া সদর ইউপি সচিব মোহাম্মদ মহসিন, টইটং ইউপি আবদুল আলিম,উজানটিয়া ইউপি সচিব,আবু তৈয়ব,মগনামা ইউপি সচিব আবদু রাজ্জাক,রাজাখালী ইউপি সচিব আল আমিন,বারবাকিয়া ইউপির উদ্যোক্তা মোহাম্মদ ইউনুছ,রাজাখালী ইউপি উদ্যোক্তা ইব্রাহিম,শিলখালী ইউপি উদ্যোক্তা মফিজ উদ্দিনসহ অনেকে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
কক্সবাজার পেকুয়ায় ডিজিটাল স্মার্ট সেবার অগ্রযাত্রা শুরু
পেকুয়ায় ডিজিটাল স্মার্ট সেবার অগ্রযাত্রা শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল স্বপ্নের পথ ধরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল বাংলার স্মার্ট রূপকল্প ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এখন থেকে প্রত্যয়ন-সকল সনদ এক ঠিকানায় পাওয়া যাবে।
সোমবার পেকুয়া উপজেলা হল রুমে ডিজিটাল স্মার্ট সেবা ছড়িয়ে দিতে ইউনিয়ন পরিষদ সচিব ও ডিজিটাল সেবা উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন প্রত্যয়ন অপারেশন উইং লিড এ.এম.মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ নাজমুল হাকিম, কো অর্ডিনেটর জিয়া উদ্দিন।
প্রত্যয়ন প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সচিব, উদ্যোক্তাদের প্রত্যয়ন প্রশাসনিক আইডি এক্টিভেট সংক্রান্ত প্রশিক্ষণের মাধ্যমে পেকুয়া উপজেলা স্মার্ট ডিজিটাল সেবার শুভ সূচনা হলো । এখন থেকে prottyon.gov.bd ওয়েবসাইটে লগইন করে ঘরে বসে এসেবা গ্রহণ করতে পারবে সেবা প্রার্থীরা ।
এসময় পেকুয়া সদর ইউপি সচিব মোহাম্মদ মহসিন, টইটং ইউপি আবদুল আলিম,উজানটিয়া ইউপি সচিব,আবু তৈয়ব,মগনামা ইউপি সচিব আবদু রাজ্জাক,রাজাখালী ইউপি সচিব আল আমিন,বারবাকিয়া ইউপির উদ্যোক্তা মোহাম্মদ ইউনুছ,রাজাখালী ইউপি উদ্যোক্তা ইব্রাহিম,শিলখালী ইউপি উদ্যোক্তা মফিজ উদ্দিনসহ অনেকে প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল
beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: October 3, 2023, 10:17 am