রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি-আলোচনা সভা

  বিশেষ প্রতিনিধি    26-07-2023    111
রামুতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি-আলোচনা সভা

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগানে রামুতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৫ জুলাই) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মেরিন ফিশারিজ অফিসার মো. ফারুক হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার কলাতলীস্থ পিসিআর ল্যাবের সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম খন্দকার।

উপস্থিত ছিলেন- রামু উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নিরুপম মজুমদার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরজিনা আকতার, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য আপা সুমী খাতুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে দুইজন সফল মৎস্য চাষিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

সারাদেশ-এর আরও খবর