রামুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    31-07-2023    137
রামুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দেশে বিএনপি জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারের রামুতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৩০ জুলাই) বিকালে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা ছাত্রলীগ, তাঁতীলীগ, জাতীয় শ্রমিক লীগ, সৈনিক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

রামু চৌমুহনীস্থ সাংগঠনিক কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলার সভাপতি তপন মল্লিক সমাবেশে সভাপতিত্ব করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজিজুল হক আজিজ মেম্বার, মো: ইউনুছ মেম্বার, রাজারকুলের মাশেক সিকদার মেম্বার, তাঁতীলীগ কক্সবাজার জেলার সহ-সভাপতি মোস্তাক আহমদ, রামু উপজেলা সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সহ-সভাপতি ছুরুত আলম, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজা, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তসলিম উদ্দিন সোহেল, রামু সরকারি কলেজ ছাত্রলীগ নেতা জাহেদুল কামাল প্রমুখ।

সারাদেশ-এর আরও খবর