চকরিয়ার বদরখালী থেকে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    31-07-2023    149
চকরিয়ার বদরখালী থেকে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের উত্তর নতুনঘোনা ১নং ওয়ার্ডের সাকিনস্ত এলাকা থেকে সাহাব উদ্দিন (৪৫) নামের এক পরোয়ানাভুক্ত অস্ত্রধারী আসামিকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ।

রবিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর ধৃত আসামি সাহাব উদ্দিন (৪৫)কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে অস্ত্র থাকার বিষয়টি পুলিশকে স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে উপস্থিত স্বাক্ষীদের সামনে তারই শয়নকক্ষের তোশকের নিচ থেকে ২টি দেশীয় তৈরি (এলজি) বন্ধুক, ৩ রাউন্ড কার্তুজ ও খাটের নিচ থেকে ৩টি কিরিচ ও ২টি দা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট, মারামারির মামলাসহ মোট দশটি মামলা রয়েছে বলে জানা গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাদেশ-এর আরও খবর