বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ৪ ফিশিং ট্রলার ডুবি- উদ্ধার ৪০ মাঝি-মাল্লা

  বিশেষ প্রতিনিধি    02-08-2023    119
বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ৪ ফিশিং ট্রলার ডুবি- উদ্ধার ৪০ মাঝি-মাল্লা

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার ৪টি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ আগস্ট) বৈরী হাওয়ায় উত্তাল ঢেউয়ের আছড়ে চারটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় মাঝিমাল্লাসহ ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে বলে জানান ট্রলার মালিকরা।

জানা যায়, কয়েকদিন আগে কুতুবদিয়া উপজেলার একাধিক ট্রলার সাগরে মাছ শিকার করতে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ আবহাওয়া বৈরীরূপ ধারণ করলে বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এসময় ট্রলারগুলো কূলে ফিরে আসার পথে চারটি ট্রলার সাগরে ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলার মালিকরা হলেন, বড়ঘোপ দক্ষিণ অমজাখালী আল আমিন ঘাটের মোক্তার আহমেদ,সাহাব উদ্দিন,জকরিয়া,দেলোয়ার হোসেন ভেটো। তাদের চারটি ট্রলারের ৪০ জন মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে দৈনিক যায়যায়দিনকে নিশ্চিত করেছেন, কুতুবদিয়া মৎস্যজীবি ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ।

ট্রলার মালিক মোক্তার আহমদ জানান, ‘ গত কয়েকদিন আগে ভোরে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বাতাসে উত্তাল ঢেউয়ে আমার ট্রলারসহ আরও তিনটি ট্রলার সমুদ্রে ডুবে যায়। আমার ট্রলারের মাঝি-মাল্লা উদ্ধার হয়েছে।

এবিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। এব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে এবং কোস্ট গার্ডের সাথেও কথা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর