বাড়তি দাম নেওয়ায় ‘হোটেল কক্স টুডে’কে ভোক্তা অধিকারের জরিমানা

  বিশেষ প্রতিনিধি    02-08-2023    131
বাড়তি দাম নেওয়ায় ‘হোটেল কক্স টুডে’কে ভোক্তা অধিকারের জরিমানা

পেপসি ক্যানের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়েছে হোটেল কক্স টুডে, একজন গ্রাহকের এমন অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযোগকারী সাদ্দাম হোসাইন জানান, গত বছরের ২২ সেপ্টেম্বর কক্সবাজারে অবস্থিত হোটেল কক্স টুডের রেস্টুরেন্টে দুইটি ২৫০ মি.লি এর পেপসি ক্যান কিনেন তিনি। কিন্তু তাতে প্রতিটি ৫০ টাকা করে মূল্য উল্লেখ থাকলেও হোটেল কর্তৃপক্ষ প্রত্যেকটি ১০০ টাকা করে দাম নিয়েছে। এই বিষয়ে হোটেলের দায়িত্বরত ম্যানেজারের কাছে ব্যাখা জানতে চাইলে কোনো ব্যাখ্যা দেয়নি তারা। পরে তিনি ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ করেন।

তিনি আরও জানান, ভোক্তা অধিকারে অভিযোগ করার পর প্রায় তিন মাস পর অধিদফতর থেকে অভিযোগটি নিষ্পত্তি হয়েছে মর্মে বার্তা পাঠায়। অর্থাৎ অভিযোগকারীকে না ডেকেই অভিযোগ নিষ্পত্তি করে পেলেন ভোক্তা অধিকার। পরে তিনি বিষয়টি নিয়ে ভোক্তা অধিকারের মহাপরিচালকের কাছে গেলে অভিযোগটি পুনরায় তদন্ত শুরু হয় এবং কয়েক দফা উভয়পক্ষকে শুনানী করে অভিযোগের সত্যতা পান তদন্ত কর্মকর্তা। এক পর্যায়ে এই ঘটনার জন্য হোটেল কর্তৃপক্ষ ক্ষমা প্রার্থনা করেন। পরে নামমাত্র জরিমানা করেন ভোক্তা অধিকার।

এই বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়ে উভয় পক্ষের শুনানী শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে হোটেল কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এমনটি পুনরাবৃত্তি হবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন। সামগ্রিক বিষয় বিবেচনা করে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ধার্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর