উখিয়ার ইউপি গফুর চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে ডিসির চিঠি!

  বিশেষ প্রতিনিধি    07-08-2023    140
উখিয়ার ইউপি গফুর চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে ডিসির চিঠি!

আদালতে মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় কক্সবাজারের উখিয়ার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর চিঠি দিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী অনুযায়ী কোনও চেয়ারম্যান ফৌজদারি মামলায় আদালতে গ্রহণ করা অভিযোগপত্রের আসামি হলে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। অভিযুক্ত গফুর উদ্দিন চৌধুরী উপজেলার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন।

বুধবার (২ আগস্ট) পাঠানো চিঠিতে জেলা প্রশাসক উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের বরাতে গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতে গ্রহণ করা চার মামলার অভিযোগপত্রে সার্টিফাইড কপি সংযুক্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, কোনও চেয়ারম্যান ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পালংখালীর চেয়ারম্যানের বিরুদ্ধে চারটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিষয়টি জেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগকে জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে করা চারটি মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন।

জানা গেছে, সর্বশেষ গৃহীত হওয়া মামলাটি পাঁচ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে করা। সিরাজুল মোস্তফা নামে এক ব্যক্তি চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা করেন।

এ মামলার প্রধান সাক্ষী পালংখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা শেখ নুরুল আলম আদালত অভিযোগপত্র গ্রহণ করলে গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর আবেদনপত্র লিখে দাবি জানান।

এ বিষয়ে নুরুল আলম দাবি করেন, গফুর উদ্দিন চৌধুরী সরকার বিদ্বেষী লোক। তার সঙ্গে রোহিঙ্গা মাদক কারবারিদের আঁতাত রয়েছে। ১৮টি মামলার আসামি এই চেয়ারম্যানের কাছে আমার এলাকার মানুষজন নিরাপদ নয়। তাই জনস্বার্থে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরে আবেদন করেছি।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী দাবি করেন, বিষয়টি আমি জানি, সেজন্যই ঢাকা এসেছি। এটি একটি প্রতিবেদন যেখানে ব্যবস্থা নিতে বলা হয়েছে, এখনও কোনও সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে যেটাই হোক মেনে নেবো।

টানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আলোচিত এই জনপ্রতিনিধি এর আগে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগে সাময়িক বহিষ্কার হয়েছিলেন। সেসময়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়- চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে উখিয়া থানায় করা জিআর মামলা, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা ও উখিয়া থানার অপর এক মামলায় দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা বিচারাধীন থাকায় তাকে দিয়ে কোনও প্রকার ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি।

সারাদেশ-এর আরও খবর