সাংস্কৃতিক কেন্দ্রের জমিতে শিল্পকলার অবৈধ প্রকল্প বাতিলের দাবি

কক্সবাজারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

  বিশেষ প্রতিনিধি    09-08-2023    152
সাংস্কৃতিক কেন্দ্রের জমিতে শিল্পকলার অবৈধ প্রকল্প বাতিলের দাবি

কক্সবাজারে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (০৯ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার সম্মুখে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, র‌্যালী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আদিবাসি ফোরাম কক্সবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সাংস্কৃতিক বৈচিত্র্য পরিষদের সাধারণ সম্পাদক মং এ খেন মংমং। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজারের সভাপতি ফজলুল কাদের চৌধুরী।

এতে বক্তারা বলেন, “বাংলাদেশের ৩০ লক্ষাধিক আদিবাসী জনগণ এখন এক কঠিন সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি। দেশের রাজনৈতিক পরিমন্ডলে এ বছরের শেষ নাগাদ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। কিন্তু বিগত সময়ে ক্ষমতায় অধিষ্ঠিত রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে আদিবাসী জনগণের মানবাধিকার রক্ষায় ও অধিকার প্রতিষ্ঠায় করা সমস্ত অঙ্গীকার কেবল মুখের বুলিতে পর্যবসিত হয়েছে।

দেশের আদিবাসীদেরকে ‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি তো দূরের কথা, গত ১৫ বছর ধরে ক্ষমতার মসনদে বসে থাকা আওয়ামীলীগ সরকার নির্বাচনের পূর্বে নিজেদের নির্বাচনী ইশতেহারে আদিবাসী জনগণের জন্য যে প্রতিশ্রুতিগুলো ব্যক্ত করেছিল সেগুলোর কোনোটিই বাস্তবায়িত করেনি।

পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সংঘাত নিরসনের লক্ষে ২৫ বছর পূর্বে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের কাজ স্থরিব রাখা হয়েছে। চুক্তির মৌলিক বিষয়গুলোসহ অধিকাংশ ধারা বাস্তবায়ন হয়নি। ফলে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী মানুষের জীবন আরও কঠিন ও অনিশ্চিত বাস্তবতার সাথে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও পৃথক ভূমি কমিশন গঠন করার প্রসঙ্গগুলোও সরকার বেমালুম ভুলে গেছে।

এতে করে নানাবিধ কর্পোরেশন, নামস্বর্বস্ব নানা উন্নয়ন প্রকল্প, ক্ষমতাশালী ব্যক্তি, গোষ্ঠী ও মহল দ্বারা সমতলের আদিবাসীরা ক্রমাগত নিজেদের বাস্তুভিটা হারাচ্ছেন এবং নিগৃহীত, নিপীড়িত হয়ে প্রান্তিক থেকে প্রান্তিকতর হয়ে দেশান্তরী হতে বাধ্য হচ্ছে। এছাড়া কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের নিজস্ব জমিতে জেলা শিল্পকলা একাডেমির অবৈধ প্রকল্প বাতিল করতে হবে।

আমাদের প্রত্যাশা আদিবাসী তরুণরা বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর উপর শতাব্দী ব্যাপি চলা রাষ্ট্রীয় শোষণ বৈষম্য বঞ্চণা ও নিপীড়নের বিরুদ্ধে নিজেদের মেধা ও জ্ঞান এবং উদ্যোম ক্ষমতাকে নি:স্বার্থভাবে কাজে লাগাবে এবং আদিবাসীদের জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করণে অঙ্গীকারাবদ্ধ হবে।”

বাংলাদেশ আদিবাসী ফোরাম কক্সবাজারের সভাপতি থোই অং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মংথেনহ্লা রাখাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজারের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বাপা কক্সবাজারের সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, নাইক্ষ্যছড়ি উপজেলার জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক কিরণ তঙ্গচঞ্চা, চাকমা ও তঙ্গচঞ্চা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক ধ্রুব চাকমা, কক্সবাজার আদিবাসী ফোরামের মহিলা বিষয়ক সম্পাদক মা টিন টিন, হাজং ছাত্র সংঘের ছাত্রনেতা আশীষ হাজং এবং মহেশখালী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ছেন থেন।

কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে প্রায় ৩ শতাধিক মারমা, রাখাইন, চাকমা, ম্রুরুং, তঙ্গচঞ্চা আদিবাসী স্বতঃস্ফূর্ত অংশ নেয়।

সারাদেশ-এর আরও খবর