এড. দীপংকর বড়ুয়া পিন্টুর মাতার পরলোকগমন

  বিশেষ প্রতিনিধি    10-08-2023    160
এড. দীপংকর বড়ুয়া পিন্টুর মাতার পরলোকগমন

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া মিন্টু’র মাতা মঞ্জু রানী বড়ুয়া আর নেই। বৃহস্পতিবার ১০ আগস্ট সকাল ৯ টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি পরলোকগমন করেন।

পরলোকগমনকৃত মঞ্জু রানী বড়ুয়া কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা সরণিস্থ (পুরাতন সায়মান রোড) সুবিকাশ বড়ুয়া’র সহধর্মিণী। মঞ্জু রানী বড়ুয়া অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও জাপান প্রবাসী অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া মিন্টু, তরুণ উদ্যোক্তা সুভাসিশ বড়ুয়া পিকু এবং কক্সবাজার শহরের ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা বড়ুয়া ও জাপান প্রবাসী লিনা বড়ুয়া’র মাতা।

শুক্রবার ১১ আগস্ট দুপুর ২ টায় কক্সবাজার শহরের মোহাজের পাড়া বৌদ্ধ মন্দিরে মঞ্জু রানী বড়ুয়া’র শেষকৃত্য অনুষ্ঠান করা হবে বলে পরলোকগমনকৃত মঞ্জু রানী বড়ুয়া’র জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু জানিয়েছেন।

সারাদেশ-এর আরও খবর