কক্সবাজারে বন্যার্তদের পাশে ছাত্রলীগ

  বিশেষ প্রতিনিধি    10-08-2023    138
কক্সবাজারে বন্যার্তদের পাশে ছাত্রলীগ

কক্সবাজারে অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় পানিবন্ধী অসহায় মানুষের পাশে দাড়িয়েছে ছাত্রলীগ। বন্যা কবলিত এলাকায় ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টা থেকে কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দীনের নেতৃত্বে নেতাকর্মীরা সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্ধী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওরস্যালাইনসহ প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয়।

এসময় শতাধিক পরিবার ছাত্রলীগের দেয়া খাবার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ছাত্রনেতা মইন উদ্দীন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ জরুরি নির্দেশনা দিয়েছে যেনো পানিবন্ধী মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমরা সকাল থেকে ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। ছাত্রলীগের নেতাকর্মীরা যেকোনো মানবিক সঙ্কটে অতীতের মতো সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান এই ছাত্রনেতা।

এসময় উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা সাঈদ হোসেন কাদেরী, জামশেদ উদ্দীন, মাসুদ রানা, আনোয়ার হোসেন, ইউনুস উদ্দীন আকাশ, অনিক খান, তানভীর মোঃ কায়কোবাদ, নাইমুল হুদা, মেহেদীসহ অসংখ্য নেতাকর্মী।

সারাদেশ-এর আরও খবর