পর্যটন শহর কক্সবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে স্বানামধন্য ৪টি খাবার হোটেলকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সদর ইউএনও,জেলা নিরাপদ খাদ্য এবং র্যাবের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
এদিন দিল্লি কিচেনকে ৫০ হাজার টাকা, রান্না ঘর ৩০ হাজার টাকা, বিচ বিরাম ২০ হাজার টাকা ও পউসি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোক্তাদের অভিযোগ ছিল যে তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার সদর ইউএনও,জেলা নিরাপদ খাদ্য এবং র্যাব যৌথ অভিযানে নামে।
এছাড়া ওশান প্যারাডাইস এর রান্নাঘরে সব কিছু নিয়মমাফিক পাওয়ায় তাপদেরকে ধন্যবাদ দেয়া হয়।
এই সময় মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার৷ স্যানিটারি ইন্সপেক্টর ও র্যাব ১৫ এর টিম।
এছাড়া শনিবার অপর অভিযানে কক্সবাজার শহরের বাস টার্মিনালে এক অবৈধ টোল আদায়কারীকে গ্রে’প্তার করা হয়।
কক্সবাজারে দিল্লি কিচেন,রান্না ঘর,বিচ বিরাম ও পউসি রেস্তোরাকে জরিমানা
পর্যটন শহর কক্সবাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার অপরাধে স্বানামধন্য ৪টি খাবার হোটেলকে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার সদর ইউএনও,জেলা নিরাপদ খাদ্য এবং র্যাবের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
এদিন দিল্লি কিচেনকে ৫০ হাজার টাকা, রান্না ঘর ৩০ হাজার টাকা, বিচ বিরাম ২০ হাজার টাকা ও পউসি রেস্তোরাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব রেস্টুরেন্টের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভোক্তাদের অভিযোগ ছিল যে তারা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করার।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার সদর ইউএনও,জেলা নিরাপদ খাদ্য এবং র্যাব যৌথ অভিযানে নামে।
এছাড়া ওশান প্যারাডাইস এর রান্নাঘরে সব কিছু নিয়মমাফিক পাওয়ায় তাপদেরকে ধন্যবাদ দেয়া হয়।
এই সময় মোবাইল কোর্টকে সহায়তা প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার৷ স্যানিটারি ইন্সপেক্টর ও র্যাব ১৫ এর টিম।
এছাড়া শনিবার অপর অভিযানে কক্সবাজার শহরের বাস টার্মিনালে এক অবৈধ টোল আদায়কারীকে গ্রে’প্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 9:14 am