শিশু রাহামাকে বাঁচাতে মানবিক সাহায্যর আবেদন

  বিশেষ প্রতিনিধি    23-08-2023    127
শিশু রাহামাকে বাঁচাতে মানবিক সাহায্যর আবেদন

মা বাবার কোল আলো করে এসেছিল শিশু রাহামা জান্নাত। কিন্তু জন্মের অল্প কিছুদিন পরে ধরা পড়ে কোমরের টিউমার। চিকিৎসকরা বলছেন, দ্রুত অপারেশন না হলে ক্যান্সারের পরিণত হবে,এমন অবস্থায় শিশুটির টিউমার অপারেশন করার জন্য উন্নত চিকিৎসায় চট্টগ্রামে যাওয়া অতি প্রয়োজন এবং শিশুটির প্রাণ বাঁচাতে প্রায় ৩ লক্ষ টাকা দরকার। কিন্তু অভাবের সংসারে তার পরিবারের চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না। বাবা ৮,০০০ টাকার একটি চাকরি করে। একদিকে সংসারের অভাব, অন্যদিকে একমাত্র বাচ্চার কোমরের টিউমার।

তাই তার শিশুকে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন জানান কোমরে টিউমার আক্রান্ত শিশু রাহামা জান্নাতের পিতা আব্দুল গফুর।

মাধবিক সাহায্যে এগিয়ে আসতে চাইলে যোগাযোগ করুন নিচের নাম্বারে

` ০১৮১২০২০৮২০ বিকাশ/নগদ পারসোনাল (শিশুটির বাবা) আবদুল গফুর

সারাদেশ-এর আরও খবর