পেকুয়ার নতুন এসি ল্যান্ড রুম্পা ঘোষ

  বিশেষ প্রতিনিধি    25-08-2023    120
পেকুয়ার নতুন এসি ল্যান্ড রুম্পা ঘোষ

কক্সবাজারের পেকুয়া উপজেলার নতুন এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) পদে রুম্পা ঘোষ (১৮৩৫৬) কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ২৪ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মঞ্জরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রুম্পা ঘোষ-কে এ নিয়োগ দেওয়া হয়।

পেকুয়ার নতুন এসি ল্যান্ড হিসাবে পদায়ন হওয়া রুম্পা ঘোষ বর্তমানে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি’র এসি ল্যান্ড পদে কর্মরত আছেন। এর আগে তিনি রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে দায়িত্ব পালন করেছেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রুম্পা ঘোষ এর নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়।

অপরদিকে, পেকুয়ার বর্তমান এসি ল্যান্ড মোহাম্মদ জাহিদুল ইসলাম (১৮৭৫৬) কে একই প্রজ্ঞাপনে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার এসি ল্যান্ড পদে বদলী করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর