পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে: মেয়র মাহবুবুর রহমান চৌধুরী

ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ ও পুনঃখনন কার্যক্রম উদ্বোধন

  বিশেষ প্রতিনিধি    29-08-2023    141
পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে: মেয়র মাহবুবুর রহমান চৌধুরী

ঐতিহ্যবাহী সামরাই খালের আগের রূপ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামরাই খালের নতুন করে সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত কার্যক্রম শুরু করেছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) বিজিবি ক্যাম্প এলাকার মল্লিক পাড়ায় তিনি পৌর পরিষদ ও স্থানীয়দের সাথে নিয়ে তিনি এই প্রশংসনীয় পদক্ষেপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি খালের বিভিন্ন পাড় পরিদর্শন, পরিমাপ ও সীমানা নির্ধারণে লাল পতাকা টাঙিয়ে দেন।

পরে সাংবাদিকদের মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “আমার নির্বাচনী ইশতারে ছিল কক্সবাজার পৌরসভার ড্রেন ও খালগুলো দখলমুক্ত করা হবে। যার অংশ হিসেবে আমরা পৌর পরিষদ কাজ শুরু করেছি। ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আর,এস মূলে আমরা সার্ভে করছি। এরপর সবাইকে সাথে নিয়ে এটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। সেখানে হাতিরঝিলের আদলে মানুষের জন্য বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া দখলকারীরা যতোই শক্তিশালী হোক না কেন, চলতি বর্ষা মৌসুমের পর কক্সবাজার পৌরসভার সব ড্রেন ও খাল দখলমুক্ত করা হবে।”

এসময় ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এহেসান উল্লাহ ও ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াসমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর