রামুতে ভুল চিকিৎসার অভিযোগে আল মদিনা নামে একটি ফার্মেসি সিলগালা করে দিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে অভিযোগের ভিত্তিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।ফার্মেসি পরিচালনার কাগজপত্র না থাকায় ফার্মেসিটি সিলগালা করে দেন।
এলাকাবাসীরা জানান, নুরুল আমিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত উমখালী স্টেশনে ডাক্তার পরিচয় দিয়ে ফার্মেসি পরিচালনা করে আসছিল।নুরুল আমিনের ডাক্তারি কোনো সনদ নাই।
ভুক্তভোগী এক ব্যক্তি জানান, কিছুদিন পূর্বে তিনি নুরুল আমিনের কাছে নিয়ে গিয়ে তার ছেলের খতনা করান।তিন দিন পর ব্যান্ডেজ খোলার সময় দেখতে পান তার ছেলের পেনিস অস্বাভাবিকভাবে ফোলে গেছে।পরবর্তীতে তিনি অনেক টাকা খরচ করে তার ছেলেকে সুস্থ করে তোলেন।
অভিযানের খবর পেয়ে নুরুল আমিন আত্মগোপনে চলে যান।
ভুল চিকিৎসার অভিযোগে ফার্মেসি সিলগালা
রামুতে ভুল চিকিৎসার অভিযোগে আল মদিনা নামে একটি ফার্মেসি সিলগালা করে দিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে অভিযোগের ভিত্তিতে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।ফার্মেসি পরিচালনার কাগজপত্র না থাকায় ফার্মেসিটি সিলগালা করে দেন।
এলাকাবাসীরা জানান, নুরুল আমিন নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত উমখালী স্টেশনে ডাক্তার পরিচয় দিয়ে ফার্মেসি পরিচালনা করে আসছিল।নুরুল আমিনের ডাক্তারি কোনো সনদ নাই।
ভুক্তভোগী এক ব্যক্তি জানান, কিছুদিন পূর্বে তিনি নুরুল আমিনের কাছে নিয়ে গিয়ে তার ছেলের খতনা করান।তিন দিন পর ব্যান্ডেজ খোলার সময় দেখতে পান তার ছেলের পেনিস অস্বাভাবিকভাবে ফোলে গেছে।পরবর্তীতে তিনি অনেক টাকা খরচ করে তার ছেলেকে সুস্থ করে তোলেন।
অভিযানের খবর পেয়ে নুরুল আমিন আত্মগোপনে চলে যান।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 9, 2024, 2:19 am