আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। এবারের পর্যটন দিবসকে উপলক্ষ করে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী পর্যটন উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজন করছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের। এ ছাড়া দীর্ঘ ছয় মাস পর আগামীকাল বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলও শুরু হচ্ছে।কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, বিশ্ব পর্যটন দিবসের সপ্তাহব্যাপী আয়োজনে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, কনসার্টসহ নানা আয়েজন থাকছে।দেশের পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে কক্সবাজারের সপ্তাহব্যাপী বিচ কার্নিভালের আয়োজনে আর্থিক সহায়তার জন্য দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।
এ কার্নিভালে দর্শক মাতাবে দেশের বিখ্যাত ব্যান্ডদল চিরকুট, আভাস, সুনামগঞ্জের শাহ আবদুল করিমের দল, কুষ্টিয়ার লালনগীতির দল, সিলেট, কুড়িগ্রাম, ময়মনসিংহের পালাগানের দলসহ জনপ্রিয় ব্যান্ড ও সংগীত শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন তিন পার্বত্য জেলা―বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিসহ কক্সবাজারের রাখাইন সমপ্রদায়ের তরুণ-তরুণীরা।
কক্সবাজার সৈকতে বসছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা
আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস। এবারের পর্যটন দিবসকে উপলক্ষ করে দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী পর্যটন উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজন করছে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের। এ ছাড়া দীর্ঘ ছয় মাস পর আগামীকাল বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলও শুরু হচ্ছে।কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, বিশ্ব পর্যটন দিবসের সপ্তাহব্যাপী আয়োজনে সার্কাস প্রদর্শনী, বিচ বাইক র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে শো, আতশবাজি, রোড শো, সেমিনার, ঘুড়ি উৎসব, ম্যাজিক শো, ফায়ার স্পিন, লাইফ গার্ড রেসকিউ প্রদর্শনী, ফানুস উৎসব, সার্ফিং প্রদর্শনী, বিচ ম্যারাথন, বিচ ভলিবল, কনসার্টসহ নানা আয়েজন থাকছে।দেশের পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে কক্সবাজারের সপ্তাহব্যাপী বিচ কার্নিভালের আয়োজনে আর্থিক সহায়তার জন্য দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক।
এ কার্নিভালে দর্শক মাতাবে দেশের বিখ্যাত ব্যান্ডদল চিরকুট, আভাস, সুনামগঞ্জের শাহ আবদুল করিমের দল, কুষ্টিয়ার লালনগীতির দল, সিলেট, কুড়িগ্রাম, ময়মনসিংহের পালাগানের দলসহ জনপ্রিয় ব্যান্ড ও সংগীত শিল্পীরা। নৃত্য পরিবেশন করবেন তিন পার্বত্য জেলা―বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিসহ কক্সবাজারের রাখাইন সমপ্রদায়ের তরুণ-তরুণীরা।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: December 11, 2024, 9:23 pm