নাটোরের লালপুরে নসিমন উল্টে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয়- একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাসিম আহমেদ। তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেমন নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। উল্লেখ্য, সকালে ওই নসিমনে শুধু তারাই ছিলেন।
নাটোরে নসিমন উল্টে নিহত ২
নাটোরের লালপুরে নসিমন উল্টে দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল সাতটার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয়- একই এলাকার চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেমন (৪৫)।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নাসিম আহমেদ। তিনি বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নসিমনচালক পালিয়ে গেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেমন নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। উল্লেখ্য, সকালে ওই নসিমনে শুধু তারাই ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: January 20, 2025, 4:02 pm