আবেগে ভাসলেন স্বস্তিকা

  বিশেষ প্রতিনিধি    26-01-2024    61
আবেগে ভাসলেন স্বস্তিকা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিন ছিল গত বুধবার। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে সংবাদ সম্মেলনে আসার কথা ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। তবে তিনি সংবাদ সম্মেলনে আসেননি। নিজের অভিনীত সিনেমা শুরুর আগে মঞ্চে আসেন তিনি। মঞ্চে উঠেই উড়ো চুমুর সঙ্গে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘বিজয়ার পরে’ টিমের সঙ্গে আসেন স্বস্তিকা। বক্তব্যের শুরুতেই এত দর্শক দেখে চিৎকার করে তিনি বলেন, আই লাভ ইউ। আর মুহূর্তেই হলের ভেতরে উচ্ছ্বাস-উল্লাসের জোয়ার ওঠে। এ সময় আবেগে ভাসছিলেন এ অভিনেত্রীও। সেই আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ৪৩ বছর বয়স হয়েছে।

এমনিতেই বয়স বাড়লে ভয় লাগে যে, ক্রেজটা বুঝি কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে এসে সেই ধারণা একদম মন থেকে মুছে গেছে। এখানে আসার পর যেখানেই যাচ্ছি, সবার এত ভালোবাসা পাচ্ছি। সারা বছর তো সোশ্যাল মিডিয়ায় আপনাদের ভালোবাসা পাই। তবে আজ এখানে এসে আরও আপ্লুত। এত ভালোবাসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা। খুবই ভালো লাগছে। কারণ আজ আমার জীবনের বিশেষ দিন। আমার একটি বিশেষ ছবি আপনাদের সঙ্গে বসে দেখবো। ‘বিজয়ার পরে’ ছবির আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করা কলকাতার নন্দিত অভিনেত্রী মমতা শঙ্কর ও ছবির পরিচালক অভিজিৎ শ্রীদাসও এসেছিলেন স্বস্তিকার সঙ্গে। সংশ্লিষ্টদের বক্তব্যের পর শুরু হয় ‘বিজয়ার পরে’ ছবির প্রদর্শনী। কিছুক্ষণ সামনের সারিতে বসে ছবিটি দেখেন স্বস্তিকা। এরপর হলের বাইরে গিয়ে মুখোমুখি হন সংবাদকর্মীদের। উল্লেখ্য, ‘বিজয়ার পরে’ ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে সম্প্রতি। গত ২০শে জানুয়ারি শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই ২২তম আসর। এবার ৭৪টি দেশের ২৫২টি ছবি অংশ নিচ্ছে উৎসবে।

বিনোদন-এর আরও খবর