ইয়াবা ও নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    26-01-2024    29
ইয়াবা ও নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডলসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোণার কলমাকান্দায় ইয়াবা ও মাদক হিসেবে ব্যবহার হয়ে আসা নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ যুবলীগ নেতা মো. শরীফ মাহমুদ সুমনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে মনতলা সড়কের কালীমন্দিরের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

মো. শরীফ মাহমুদ সুমন কলমাকান্দা উপজেলার মনতলা এলাকার মৃত সাহেব আলীর ছেলে। তিনি কলমাকান্দা উপজেলা যুবলীগের সহসভাপতি ছিলেন।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ মনতলা এলাকায় অভিযান চালায়। এ সময় মনতলা সড়কের কালীমন্দিরের সামনে থেকে আটক করা হয় সুমনকে। পরে তার দেহ ও বাসায় তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ও ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ১৫০ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমনকে আসামি করে মামলা করা হয়। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার তাকে নেত্রকোণা বিচারিক আদালতে পাঠানো হবে বলে জানান ওসি। সুমনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় আগের আরও ৪টি মাদক মামলা রয়েছে।

সারাদেশ-এর আরও খবর