নবনিযুক্ত এমডি আনোয়ার হোসেন চৌধুরীকে "এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরাম" এর পক্ষ শুভেচ্ছা স্বাগতম জানানো হয়।

  বিশেষ প্রতিনিধি    08-07-2024    458
নবনিযুক্ত এমডি আনোয়ার হোসেন চৌধুরীকে

SME Foundation এর নতুন এম,ডি মহোদয়কে SME INCUBATEE Forum এর পক্ষ থেকে আজ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপস্থিত ছিলেন SME FOUNDATION এর মো: মোস্তাফিজুর রহমান সহকারী মহাব্যাবস্থাপক মো: আব্বাস আলী সহকারী মহাব্যাবস্থাপক এবং ফোরামের উপদেষ্টা।

এগ্রো উদ্যোক্তা,ফোরামের প্রেসিডেন্ট,এম আই তুষার মোল্লা,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মোঃ মহিন উদ্দিন, অর্গানিক উদ্যোক্তা,সেক্রেটারি, ডাঃ হাছান আহমেদ মেহেদী।

আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক, শামীম ইমরোজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফুল, মেলা বিষয়ক, ফাতেমা বেনু।

মারজাহান আক্তার,শারমিন আক্তার, মেহজাবিন, নাহার,ছালেহা বেগম, ফাতেমাতুজহুরা সহ আরো অনেক সদস্য।

এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী।

০১ জুলাই ২০২৪ এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১) জনাব আনোয়ার হোসেন চৌধুরী। সকালে এসএমই ফাউন্ডেশনে তাঁকে স্বাগত জানান উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক জনাব মো. নাজিম হোসেন সাত্তার, জনাব ফারজানা খান ও জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এরপর তিনি ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

জনাব আনোয়ার হোসেন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর এবং নর্দান ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

জনাব আনোয়ার হোসেন চৌধুরী ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। প্রায় ৩১ বছরের দীর্ঘ সরকারি কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন ছাড়াও জনপ্রশাসন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ০১ অক্টোবর ২০২০ থেকে ২৭ ডিসেম্বর ২০২৩-তিন বছরেরও বেশি সময় ধরে তিনি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিটাক-এর মহাপরিচালক হিসেবে তিনি এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

সরকারি দায়িত্বের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশ নিতে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।

সারাদেশ-এর আরও খবর