কলাপাড়ায় হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসী।
মঙ্গলবার (৩ সেপ্টম্বর) বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউপি’র হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই স্কুলের প্রধান শিক্ষক শাহ জালাল মিয়ার পদত্যাগের দাবীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল মিয়া বছর কয়েক আগে নিয়ম- নীতির তোয়াক্কা না করে অসাধু শিক্ষা কর্মকর্তার যোগসাজসে স্কুলের পুরোনো দুটি দ্বিতল ভবন ভেঙ্গে নামমাত্র মুল্যে বিক্রি করে টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়। এছাড়াও পিওন ও আয়া নিয়োগের নাম করে নিয়োগ প্রার্থীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাছাড়া একজন আয়া দিয়ে তার গৃহকর্মীর কাজ করাচ্ছে বছরের পর বছর। তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে টিউশন ফির টাকা শতভাগ তার পকেটে পুরে নেয়ায় ক্ষোভ প্রকাশ করলে তোপের মুখে পরে লাঞ্চিত হয়েছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক। আরও অভিযোগ রয়েছে স্কুল আঙ্গীনার গাছ কেটে বিক্রি করে পকেট ভরেছেন একাধিকবার।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহ জালাল মিয়ার মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেননি।
কলাপাড়ায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকাবাসী।
মঙ্গলবার (৩ সেপ্টম্বর) বেলা ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউপি’র হাজিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই স্কুলের প্রধান শিক্ষক শাহ জালাল মিয়ার পদত্যাগের দাবীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জালাল মিয়া বছর কয়েক আগে নিয়ম- নীতির তোয়াক্কা না করে অসাধু শিক্ষা কর্মকর্তার যোগসাজসে স্কুলের পুরোনো দুটি দ্বিতল ভবন ভেঙ্গে নামমাত্র মুল্যে বিক্রি করে টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়। এছাড়াও পিওন ও আয়া নিয়োগের নাম করে নিয়োগ প্রার্থীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাছাড়া একজন আয়া দিয়ে তার গৃহকর্মীর কাজ করাচ্ছে বছরের পর বছর। তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে টিউশন ফির টাকা শতভাগ তার পকেটে পুরে নেয়ায় ক্ষোভ প্রকাশ করলে তোপের মুখে পরে লাঞ্চিত হয়েছেন বিদ্যালয়ের একাধিক শিক্ষক। আরও অভিযোগ রয়েছে স্কুল আঙ্গীনার গাছ কেটে বিক্রি করে পকেট ভরেছেন একাধিকবার।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহ জালাল মিয়ার মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 8, 2024, 9:12 am