গোপালগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। তবে তারা কেউ মামলার এজাহারভুক্ত আসামি নন।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর আওয়ামী লীগের সহসভাপতি এস এম মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা ও জেলা আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুহুল তালুকদার।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, সন্ধ্যায় গোপালগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় থেকে এস এম মাহমুদ, তৌফিকুর রহমান, রুহুল তালুকদারক এবং শহর থেকে দ্বীন ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় বিএনপি নেতা এসএম জিলানীর গাড়িবহরে হামলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা খায়রুল আলম দিদার নিহত হন।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ করে এবং ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান।
গোপালগঞ্জে আ. লীগ কার্যালয়ে অভিযান, ৪ নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জে পৌর আওয়ামী লীগের সহসভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
স্বেচ্ছাসেবক দলের নেতা দিদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাদের। তবে তারা কেউ মামলার এজাহারভুক্ত আসামি নন।
গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর আওয়ামী লীগের সহসভাপতি এস এম মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা ও জেলা আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুহুল তালুকদার।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, সন্ধ্যায় গোপালগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় থেকে এস এম মাহমুদ, তৌফিকুর রহমান, রুহুল তালুকদারক এবং শহর থেকে দ্বীন ইসলাম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় বিএনপি নেতা এসএম জিলানীর গাড়িবহরে হামলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা খায়রুল আলম দিদার নিহত হন।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ করে এবং ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 2, 2024, 10:20 am