মাথা ব্যথা থেকে মুক্তির দোয়া

  বিশেষ প্রতিনিধি    18-07-2023    164
মাথা ব্যথা থেকে মুক্তির দোয়া

মাথা ব্যথা বেশ যন্ত্রণার একটি বিষয়। দিনভর মাথা ব্যথা নিয়ে কাজ করা বেশ অস্বস্তিকর। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজ-কর্মও করতে পারে না।

সুস্থ সুন্দর ও আরামদায়ক জীবন যাপনে মাথা ব্যথাসহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা খুবই জরুরি।

চলুন তবে জেনে নেয়া যাক; মাথা ব্যথা হলে কোরআনুল কারিমের যে দোয়ার আমলটি করতে হবে-

আরবি উচ্চারণ: لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

বাংলা উচ্চারণ: ‘লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন’। (সূরা: ওয়াকিয়া, আয়াত: ১৯)

অর্থ: ‘যা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না’।

যেভাবে এ দোয়া পড়বেন: যখন কারো মাথা ব্যথা হয়। তখন তার ডান হাত দিয়ে মাথা চেঁপে ধরে ৩ বার এই দোয়াটি পাঠ করবে। ইনশাআল্লাহ! মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনি আমলের মাধ্যমে সব ধরনের অসুস্থতা থেকে সুস্হ হওয়ার তাওফিক দান করুন। আমিন।

ধর্ম ও জীবন-এর আরও খবর