কক্সবাজারে পূরবী বাস তল্লাশী করে ৩০ পিস কার্তুজসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

  বিশেষ প্রতিনিধি    22-01-2023    181
কক্সবাজারে পূরবী বাস তল্লাশী করে ৩০ পিস কার্তুজসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

কক্সবাজারের রামুতে পূরবী বাস তল্লাশী করে ৩০ পিস কার্তুজসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটক যুবকের নাম জুবায়ের শাহীন (২২)।সে টেকনাফ নয়াপাড়া মোছনী ক্যাম্পের বাসিন্দা মো. শফি প্রকাশ নাছিরের ছেলে।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানায়, শুক্রবার (২০ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে রামুর হাসপাতাল রোডে একটি পূরবী বাস তল্লাশী করে একজন ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে অবৈধ গোলাবারুদ সর্বমোট ৩০ (ত্রিশ) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কার্তুজের বিষয়ে জানতে চাইলে শাহীন জানায়, অবৈধ গোলাবারুদ কার্তুজ অপরাধীদের নিকট বিক্রি করার উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১৫ আরও জানায়, উদ্ধারকৃত কার্তুজসহ রোহিঙ্গা জুবায়ের শাহীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর