হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদন্ড, ২ জনের যাবজ্জীবন

  বিশেষ প্রতিনিধি    07-08-2023    158
হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদন্ড, ২ জনের যাবজ্জীবন

ত্যা মামলায় এক আসামীকে আমৃত্যু কারাদন্ড, ২ আসামীকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদন্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামীদের একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

সোমবার (৭ আগস্ট) কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, আসামীদের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, অ্যাডভোকেট কামরুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

আমৃত্যু কারাদন্ডে দন্ডিত আসামী হলো : কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের উত্তর খিলছাদক গ্রামের মোজাহের আহমদের পুত্র আনোয়ার হোসেন।যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামীরা হলো : একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র জমির উদ্দিন এবং আলী আকবর। রায় ঘোষণার সময় দন্ডিত আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর