ইসলামপুর বাঁশকাটার সৈয়দ আলম আর নেই

  বিশেষ প্রতিনিধি    21-08-2023    137
ইসলামপুর বাঁশকাটার সৈয়দ আলম আর নেই

ঈদগাঁহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাঁশকাটা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি সৈয়দ আলম আর নেই। সোমবার ২১ আগস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের জামাতা, রশিদনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী মোহাম্মদ নাছির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

মরহুম সৈয়দ আলম ছিলেন মরহুম মোক্তার আহমদ মেম্বারের ছোট ভাই, ঈদগাঁহ রশিদ আহমদ কলেজের অধ্যাপক আবদুল হামিদের চাচা, সৈয়দ মেডিকোর স্বত্তাধিকারী সরওয়ারের পিতা।

মঙ্গলবার ২২ আগস্ট সকাল ১০ টায় বাঁশকাটা জামে মসজিদ মাঠে মরহুম সৈয়দ আলম এর নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে তরুণ রাজনীতিবিদ মোহাম্মদ নাছির উদ্দিন জানিয়েছেন।

সারাদেশ-এর আরও খবর