প্রত্যাশার ফুলঝুরি, হাসিমুখেই কেন্দ্র ছাড়লেন পরীক্ষার্থীরা

  বিশেষ প্রতিনিধি    09-02-2024    42
প্রত্যাশার ফুলঝুরি, হাসিমুখেই কেন্দ্র ছাড়লেন পরীক্ষার্থীরা

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে প্রায় প্রত্যেক শিক্ষার্থীকেই হাসিমুখে কেন্দ্র থেকে বের হতে দেখা যায়। পরীক্ষা কেমন হয়েছে— জানতে চাইলে অধিকাংশ শিক্ষার্থী জানান ভালো হয়েছে। এ জবাবের পাশাপাশি তাদের প্রত্যাশার ফুলঝুরি ব্যক্ত করতেও দেখা যায়।

শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ ঘণ্টাব্যাপী দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরীক্ষাকেন্দ্রে সরেজমিনে দেখা গেছে, ঠিক ১১টা ৫ মিনিট হতেই পরীক্ষার্থীরা হল থেকে বের হতে শুরু করে। এ সময় তাদের সঙ্গে কথা বলে জানা গেছে— অন্যান্য সময়ের তুলনায় এ বছর প্রশ্ন মোটামুটি সহজ হয়েছে। এ কারণে কেউ কেউ আবার ভর্তিতে চ্যালেঞ্জও দেখছেন।

মারুফুল ইসলাম নামক এক পরীক্ষার্থী বলেন, আমার কাছে মনে হয়েছে— কেউ যদি ভালো করে বুঝেশুনে পরীক্ষা দিতে পারে, অবশ্যই চান্স পাওয়ার মতো মার্ক তুলতে পারবে। আমি ব্যক্তিগতভাবে চান্সের ব্যাপারে খুবই আশাবাদী।

শিক্ষা ও স্বাস্থ্য-এর আরও খবর