রামুর ঈদগড় ৫ নং ওয়ার্ড কাটাজঙ্গল -নোয়াপাডা সড়কের রেনুরছড়া খালের উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উক্ত জায়গায় ব্রিজ না থাকার কারণে কাটাজঙ্গল ও নতুন পাড়া গ্রামের দুই শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে ।বিশেষ করে চলতি বর্ষায় আরো বেশি কষ্ট হচ্ছে তাদের।
পাশাপাশি বিভিন্ন সময় মরদেহ ও মুমূর্ষু রোগী নিয়ে খাল পারাপারে তাদের অসম্ভব হয়ে পড়ে। খালে পানি বৃদ্ধি পেলে তা মোটেও সম্ভব হয় না।
অপরদিকে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে এবং এলাকায় উৎপাদনকৃত পণ্য আনা নেওয়াতে কষ্টের সীমা নেই এলাকার লোকজনের।
বৃষ্টিতে খালে ঢলের পানি নেমে আসলে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র/ছাত্রীদের অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ হয়ে যায়।
সত্বর ব্রিজ নির্মাণে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।
ঈদগড় কাটাজঙ্গল -নোয়াপাড়া সড়কে ব্রিজ নির্মাণের দাবি
রামুর ঈদগড় ৫ নং ওয়ার্ড কাটাজঙ্গল -নোয়াপাডা সড়কের রেনুরছড়া খালের উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
উক্ত জায়গায় ব্রিজ না থাকার কারণে কাটাজঙ্গল ও নতুন পাড়া গ্রামের দুই শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে ।বিশেষ করে চলতি বর্ষায় আরো বেশি কষ্ট হচ্ছে তাদের।
পাশাপাশি বিভিন্ন সময় মরদেহ ও মুমূর্ষু রোগী নিয়ে খাল পারাপারে তাদের অসম্ভব হয়ে পড়ে। খালে পানি বৃদ্ধি পেলে তা মোটেও সম্ভব হয় না।
অপরদিকে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে এবং এলাকায় উৎপাদনকৃত পণ্য আনা নেওয়াতে কষ্টের সীমা নেই এলাকার লোকজনের।
বৃষ্টিতে খালে ঢলের পানি নেমে আসলে স্কুল ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র/ছাত্রীদের অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত বন্ধ হয়ে যায়।
সত্বর ব্রিজ নির্মাণে কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল
beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 21, 2023, 1:56 pm