কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার মসজিদ রোডের বাসিন্দা আবদুল আলীম প্রকাশ রাজা মিয়া আর নেই। শুক্রবার ২১ জুলাই রাত সাড়ে ৭ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুম আবদুল আলীম প্রকাশ রাজা মিয়া দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থ ছিলেন। তিনি এসএসসি ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শনিবার ২২ জুলাই জোহরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে আবদুল আলীম প্রকাশ রাজা মিয়া’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
শহরের টেকপাড়ার রাজা মিয়া আর নেই, জোহরের নামাজের পর জানাজা
কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার মসজিদ রোডের বাসিন্দা আবদুল আলীম প্রকাশ রাজা মিয়া আর নেই। শুক্রবার ২১ জুলাই রাত সাড়ে ৭ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুম আবদুল আলীম প্রকাশ রাজা মিয়া দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থ ছিলেন। তিনি এসএসসি ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
শনিবার ২২ জুলাই জোহরের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে আবদুল আলীম প্রকাশ রাজা মিয়া’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ফাহিম
প্রযুক্তি ব্যবস্থাপনা
ইঞ্জি. মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল
০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 9, 2024, 1:11 am