দীর্ঘ ১৪ বছর পর পাবলিক লাইব্রেরি হস্তান্তর করা হলো পরিচালনা পরিষদের কাছে

  বিশেষ প্রতিনিধি    29-08-2022    95
দীর্ঘ ১৪ বছর পর পাবলিক লাইব্রেরি হস্তান্তর করা হলো পরিচালনা পরিষদের কাছে

কক্সবাজারের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী ১৪ বছর পর আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হয়েছে পাবলিক লাইব্রেরী পরিচালনা পরিষদের কাছে। গতকাল রবিবার দুপুরে পাবলিক লাইব্রেরির পূন নির্মাণ কাজের দায়িত্বে থাকা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ পাবলিক লাইব্রেরী পরিচালনা পরিষদের আহবায়ক সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, সকলের সম্মিলিত সহযোগিতার ও প্রচেষ্টার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে।দীর্ঘ প্রতিক্ষার পর পাবলিক লাইব্রেরি খুলে দেয়ায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে ফিরেছে প্রাণ চাঞ্চল্য। সকলের প্রত্যাশা পূর্বের ন্যায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার প্রান কেন্দ্র হয়ে উঠবে প্রতিষ্ঠানটি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভিষন কান্তি দাশ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাহিদ ইকবাল, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম,জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এম.জসিম উদ্দিনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এর নির্মান কাজ সম্পন্ন হয়।

সারাদেশ-এর আরও খবর