ব্রিটেনের রাজার সফর সঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রী লিজ

  বিশেষ প্রতিনিধি    11-09-2022    304
ব্রিটেনের রাজার সফর সঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রী লিজ

যুক্তরাজ্যের চারটি অঞ্চল সফরে নতুন রাজা তৃতীয় চার্লসের সফরসঙ্গী হচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী লিজ ট্রাস। সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য জাতীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে অঞ্চলগুলোতে যাবন চার্লস।-খবর রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যজুড়ে জাতীয় শোকের নেতৃত্ব দেবেন রাজা তৃতীয় চার্লস। সোমবার বিকেলে স্কটল্যান্ড, মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডে ও শুক্রবার ওয়েলসে যাবেন তিনি। আর তার সফরগুলোতে থাকবেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। শনিবার রাজার সফরসঙ্গী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মুখপাত্র। গত ৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। রানির মৃত্যুর পর ১০ সেপ্টেম্বর পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে নতুন রাজার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন তিনি। দীর্ঘ সাত দশক ধরে ব্রিটেনের সিংহাসনে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে সিংহাসনে আরোহণের পর তিনি রাজতন্ত্র থেকে গণতন্ত্রের রূপান্তরসহ নানা আর্থিক ও সামাজিক পরিবর্তনের সাক্ষী হন।

আন্তর্জাতিক-এর আরও খবর