ফখরুল-মোশাররফ দ্বন্দ্বে অস্থির বিএনপি

  বিশেষ প্রতিনিধি    10-10-2022    145
ফখরুল-মোশাররফ দ্বন্দ্বে অস্থির বিএনপি

দুই সিনিয়র নেতার ব্যক্তিগত দ্বন্দ্বে অস্থির গোটা বিএনপি। একজন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তাদের এ দ্বন্দ্বের কারণে বিএনপিতে এক ধরনের অস্থির অবস্থা বিরাজ করছে। দলীয় সূত্র জানিয়েছে, দুইজনেরর দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, মির্জা ফখরুল যেখানে যাচ্ছেন; ড. খন্দকার মোশাররফ হোসেন সেখানে অনুপস্থিত থাকছেন। আবার খন্দকার মোশাররফ হোসেন কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকলে সেখানে বিএনপি মহাসচিব যাচ্ছেন না। সম্প্রতি বিএনপির একটি সহযোগী সংগঠনের কর্মসূচিতে প্রধান অতিথি থাকার কথা ছিল ড. খন্দকার মোশাররফ হোসেনের। তিনি প্রথমে রাজি হলেও সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের থাকার কথা শুনে ব্যস্ততার বাহানায় তিনি এড়িয়ে যান। বিএনপির নেতাকর্মীরা জানান, এমন ঘটনা একটি নয়। বহুদিন ধরেই একজন আরেকজনকে এড়িয়ে যাচ্ছেন বিএনপির এই দুই সিনিয়র নেতা। আর এসব ঘটনার সাক্ষী দলের নেতাকর্মীরাও। এদিকে, আন্দোলন ইস্যুতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির সংলাপেও মির্জা ফখরুলসহ অন্য নেতাদের দেখা গেলেও সেখানে অনুপস্থিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি যেন একেবারেই নিজেকে গুটিয়ে নিয়েছেন। একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে নয়, তারেক রহমানের সঙ্গেও যোগাযোগ করছেন না ড. খন্দকার মোশাররফ হোসেন। সম্প্রতি তারেকের নির্দেশে কর্নেল অলি আহমেদের বাসায় সংলাপ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ড. খন্দকার মোশাররফ হোসেনকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু তিনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, খালেদা জিয়ার ঘনিষ্ঠ ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপির অন্যতম সিনিয়র নেতা। দলের বিভিন্ন সংকটে বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন বারবার। বর্তমানে বিএনপির সব কার্যক্রমে তার থাকা উচিত। কিন্তু তিনি এভাবে নিজেকে গুটিয়ে নিলে পরবর্তীতে দলীয় কর্মকাণ্ডে তার কোনো সিদ্ধান্ত নেতাকর্মীরা মানবে না। তারা আরো বলেন, অনভিজ্ঞ তারেক রহমান ও মির্জা ফখরুলের নানা ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির সঙ্গে ড. খন্দকার মোশাররফের দূরত্ব তৈরি হয়েছে। শিগগিরই এ দূরত্ব কমিয়ে না নিলে আগামীতে বিএনপি আরো বড় সংকটের মুখোমুখি হবে।

জাতীয়-এর আরও খবর