স্মার্ট বাংলাদেশ বেশি দূরে নয়: আইজিপি

  বিশেষ প্রতিনিধি    16-02-2023    209
স্মার্ট বাংলাদেশ বেশি দূরে নয়: আইজিপি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আর বেশি দূরে নয়। ২০৪১ সালের আগেই এ লক্ষ্য পূরণ হবে।

বুধবার বিকেলে শরীয়তপুরের নড়িয়ায় মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, মজিদ-জরিনা ফাউন্ডেশনের অগ্রগতি দেখে মনে হয় তা অচিরেই বাস্তবায়ন হবে। আমরা বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে আছি। বহু দেশ এখন আমাদের উন্নয়নের রোল মডেল মনে করে।

তিনি আরো বলেন, বিগত দিনে আমরা সঠিকভাবে সন্ত্রাস ও জঙ্গি দমন করেছি। আগামী দিনেও আমাদের ওপর যে দায়িত্ব আসবে তা সঠিকভাবে পালন করবো।

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক আইজিপি ও মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি একেএম শহীদুল হক, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, শরীয়তপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক প্রমুখ।

জাতীয়-এর আরও খবর