শনিবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ

  বিশেষ প্রতিনিধি    13-05-2023    88
শনিবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার (১৩ মে) সকাল ৭টা থেকে রোববার (১৪ মে) সন্ধ্যা ৭টা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দর বন্ধ থাকবে।

শুক্রবার (১২ মে) এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন, চট্টগ্রাম বিমানবন্দরের বিষয়ে শনিবার সকালের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

৩ সমুদ্রবন্দর ও ১২ জেলায় ৮ নম্বর মহাবিপৎসংকেত৩ সমুদ্রবন্দর ও ১২ জেলায় ৮ নম্বর মহাবিপৎসংকেত এদিকে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম বন্দরের সকল ধরনের কার্যক্রম বন্ধ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ‘মোখা’ মোকাবিলা ও বন্দরের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ শুক্রবার রাতেই বন্দরের অ্যাডভাইজারি কমিটি জরুরি সভায় বসবে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে যাতে ক্ষয়ক্ষতি না হয় সে জন্য চট্টগ্রাম বন্দর এলাকা থেকে সকল ধরনের বিদেশি জাহাজ সমূহকে ভোর ৪টার জোয়ারের সময় বহির্নোঙরে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। এ ছাড়া বন্দরে চারটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জাতীয়-এর আরও খবর