রাজনীতির মাঠে আছি প্রধানমন্ত্রী চাইলেই নির্বাচনে আসব: ফেরদৌস

  বিশেষ প্রতিনিধি    17-07-2023    108
রাজনীতির মাঠে আছি প্রধানমন্ত্রী চাইলেই নির্বাচনে আসব: ফেরদৌস

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, ‘দীর্ঘদিন থেকে আমি নৌকা তথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি। বিভিন্ন সময় এটা সবাই প্রত্যক্ষ করেছে। অর্থাৎ রাজনীতির মাঠেই আছি। সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন, আমি নির্বাচনে দাঁড়ালে দলের জন্য ভালো হবে তবে অবশ্যই আমি নির্বাচনে আসব। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে অত্যন্ত স্নেহ করেন।’

সোমবার দুপুর ২টার দিকে রাজধানীর ভাষানটেকে ভোট দিতে এসে এমন মন্তব্য করেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। এ সময় তার সঙ্গে তার মাও ছিলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের যা কিছু উন্নয়ন সব আওয়ামী লীগের হাত ধরেই। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা এক সময় ডোবা ছিল। আজ দেখুন কত উন্নয়ন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ বারবার আওয়ামী লীগকে বেছে নেবে, নৌকাকে বেছে নেবে এটাই স্বাভাবিক।’

ফেরদৌস বলেন, ‘১৭ আসনের ধুলোবালি আমার গায়ে লেগে আছে। এই মাটি আমার চিরচেনা। প্রত্যেকটি মানুষ অবশ্যই নৌকাকেই বেছে নেবেন। এই আসনের একমাত্র সৎ, যোগ্য এবং শিক্ষিত প্রার্থী আরাফাত ভাই। মানুষ তাকেই ভোট দেবে। যোগ্য-শিক্ষিত প্রার্থীকে ভোট দেবে এটাই স্বাভাবিক। নৌকার বিজয় সুনিশ্চিত।’

এ সময় অন্যান্য প্রার্থী সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘দেখুন সবগুলো প্রার্থীর মধ্যে আরাফাত ভাই একমাত্র যোগ্য প্রার্থী, কাজেই তার সঙ্গে অন্যদের তুলনা হয় না।’

নির্বাচন সুষ্ঠু হচ্ছে মন্তব্য করে ফেরদৌস বলেন, ‘সাম্প্রতিক সময়ের সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। দিনশেষে নৌকার বিজয় সুনিশ্চিত।’

জাতীয়-এর আরও খবর