প্রধানমন্ত্রীর ত্রি-দেশীয় সফরের ফল প্রায় শূন্য: মির্জা ফখরুল

  বিশেষ প্রতিনিধি    15-05-2023    103
প্রধানমন্ত্রীর ত্রি-দেশীয় সফরের ফল প্রায় শূন্য: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফরের ফল প্রায় শূন্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীর কর্মসূচি প্রণয়নের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জাতিকে তিনি (শেখ হাসিনা) ধারণা দিতে চান, এখানে বিকল্প কোনো নেতৃত্ব নেই। সেভাবে তিনি এবার সফরটি করেছেন। এই সফর সম্পর্কে তিনি ধারণা দিতে চান, এই সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে, এই সফরের রেজাল্ট জিরো প্রায়।’

প্রধানমন্ত্রীর ত্রি-দেশীয় সফরের কারণ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, ‘জাপানের সঙ্গে আগে ঠিক হয়েছিল কিছু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সেটা হয়েছে। যুক্তরাষ্ট্রে তিনি গিয়েছিলেন মূলত বিশ্বব্যাংকের বাংলাদেশের সঙ্গে ৫০ বছরের সম্পর্কের ওপর একটা সেমিনারে বক্তব্য দিতে। যেটা খুব আনলাইকলি যে দেশের প্রধানমন্ত্রী এই ধরনের সেমিনারে গিয়ে বক্তব্য দেন। আর আইএমএফের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে সেটা অত্যন্ত শর্তযুক্ত প্রত্যেকটি এবং কঠিন শর্ত এগুলোর মধ্যে রয়েছে।’

তিনি বলেন, ‘যুক্তরাজ্যে গিয়েছেন রাজা তৃতীয় চালর্সের অভিষেক অনুষ্ঠানে। সেখানে স্বাভাবিভাবে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে সেটাই স্বাভাবিক সরকার প্রধান হিসেবে। রাজার সঙ্গেও দেখা হয়েছে, সেটাই স্বাভাবিক। সেখানেও বিশেষ কোনো অর্জন হয়েছে বলে আমাদের জানা নেই।’

নিষেধাজ্ঞা দেশের পণ্য বর্জনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতি প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা আমারও প্রশ্ন উনি কেনো হঠাৎ করে এতদিন পরে ওই নিষেধাজ্ঞার ওপরে বিষোদগার করছেন। তিনি ভালো জানেন, যারা নিষেধাজ্ঞা দেয়, কীভাবে। কিছুদিন আগেও কিন্তু নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার একটি জাহাজ বাংলাদেশ ফেরত দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন বাংলাদেশ কি কেনে যুক্তরাষ্ট্র থেকে- এটা আমরা সব জানি, তার পরিমাণ বলুন, এটাও আমরা সব জানি। সুতরাং এটা তিনি কেনো বলেছেন তা আমরা সহজে বুঝতে পারি। তিনি সম্ভবত আমার মনে হয় ইরিটেডেট (বিরক্ত) হয়ে আছেন। কেনো ইরিটেডেট হয়ে আছেন সেটা আমার জানা নেই।’

১০ দফা আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির নেতাদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘উনারা ময়ূর সিংহাসনের কথা বলেছেন। আমরা ময়ূর সিংহাসনে বসতে অভ্যস্ত নই। আমরা জনগণের কাতারে থেকে জনগণের চেয়ারে বসতে অভ্যস্ত এবং সেটা জনগণকে সঙ্গে নিয়ে।’

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, শিক্ষাবিদ অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবদুল হাই শিকদার, শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক এ জেড রিয়াজ উদ্দিন নসু উপস্থিত ছিলেন।

জাতীয়-এর আরও খবর