ভারতের পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে না: কৃষি সচিব

  বিশেষ প্রতিনিধি    22-03-2023    265
ভারতের পেঁয়াজ বাংলাদেশে ঢুকবে না: কৃষি সচিব

কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, ‘ভারত কথা দিয়ে কথা না রাখার ফলে বাংলাদেশে পেঁয়াজ ঢুকবে না। গত বছর চুক্তি থাকা সত্ত্বেও হঠাৎ চুক্তি ভঙ্গ করে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়। তখন আমরা তুরস্কসহ অন্যান্য দেশ থেকে বেশি মূল্য দিয়ে পেঁয়াজ সংগ্রহ করেছি। ভারত এ বছর বাংলাদেশে পেঁয়াজ দেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। আমাদেরকে অনেক চাপ দেওয়া হয়েছে।’

আজ বুধবার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের লোহারদিয়া গ্রামে পেঁয়াজবীজ চাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি সচিব। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করেপোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন পেঁয়াজবীজ চাষিদের ফসলের মাঠ পরিদর্শন করেন তিনি।

কৃষি সচিব বলেন, ‘আমরা বলেছি ভারতের পেঁয়াজ ঢুকলে আমাদের দেশের কৃষক পেঁয়াজের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে, ক্ষতিতে পড়বে। তখন কৃষকেরা চাষাবাদে তাদের উৎসাহ হারিয়ে ফেলবে। এবার বাংলাদেশ পেঁয়াজ না নেওয়ার জন্য ২-৩ টাকায় (কেজি) বিক্রি হচ্ছে ভারতে।’

ওয়াহিদা আক্তার বলেন, ‘বাংলাদেশে ৩৫ লাখ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। আমাদের বিগত দিনে ২৫ লাখ মেট্রিক টন উৎপাদিত হয়েছে। ১০ লাখ মেট্রিক ঘাটতি ছিল। এবার আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা করছি।’

মতবিনিময়ের আগে চাষিদের পেঁয়াজবীজ চাষ দেখে মুগ্ধ হন কৃষি সচিব। ফরিদপুরের পেঁয়াজবীজ একটি ব্রান্ড হিসেবে পরিচিত লাভ করবে বলে উল্লেখ করেন তিনি।

বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, বিএডিসির পরিচালক মুস্তাফিজুর রহমান, মহাব্যবস্থাপক প্রদীপ দে, প্রকল্প পরিচালক জামিলুর রহমান, ডিএইর পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।

জাতীয়-এর আরও খবর