১৮ বছরের সংসার ভাঙলো জাস্টিন ট্রুডোর

  বিশেষ প্রতিনিধি    03-08-2023    119
১৮ বছরের সংসার ভাঙলো জাস্টিন ট্রুডোর

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের জন‌্য তারা এরইমধ্যে একটি আইনি চুক্তিতে সই করেছেন। এর মাধ্যমে এ দম্পতির ১৮ বছরের বিবাহিত জীবনের অবসান ঘটতে যাচ্ছে।

কানাডার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ট্রুডো দম্পতি নিজেদের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে আলাদা থাকার এই সিদ্ধান্ত সব ধরনের নৈতিক ও আইনি পথ মেনেই নিয়েছেন।

জাস্টিন ট্রুডো ও সোফি ঘর বেঁধেছিলেন ২০০৫ সালের মে মাসে। বর্তমানে ৫১ বছর বয়সি জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি দম্পতির তিনটি সন্তান রয়েছে। সবচেয়ে বড় সন্তানের বয়স ১৫ বছর।

ট্রুডোর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, তারা পরিবারের মতো হয়েই থাকবেন। যাতে তিন সন্তান নিরাপদে ও ভালোবাসা নিয়ে বড় হয়।

রয়টার্স জানায়, এর আগে ট্রুডোর বাবা ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ১৯৭৭ সালে তার স্ত্রী মার্গারেটের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। জাস্টিনের মতো তিনিও তখন প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

আন্তর্জাতিক-এর আরও খবর